অতনু ঘোষের পরবর্তী ছবিতে থাকছেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৬ এপ্রিল ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার পরবর্তী সিনেমার আভাস দিয়েছিলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। দিন গড়াতেই বিষয়টি পরিষ্কার করলেন পরিচালক অতনু ঘোষ।

নতুন ছবির কাজ শুরুর কথা জানিয়েছেন অতনু ঘোষ। সেখানে প্রসেনজিৎ থাকছেন বলেও জানান তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাই থেকে ফিরেছেন প্রসেনজিৎ। করোনার প্রকোপে সেখানে প্রায় সব শুটিং বন্ধ হয়ে গেছে বা যাওয়ার পথে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন প্রসেনজিৎ।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের আগস্ট থেকে অতনু ঘোষ ওই ছবির শুটিং শুরু করবেন। তবে কলকাতার বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোনোকিছুই নিশ্চিত করে বলা যায় না।

গত বছর থেকে এ পর্যন্ত কোনো বাংলা ছবিতে দেখা যায়নি প্রসেনজিৎকে। ২০২০ সালে সুইজারল্যান্ড থেকে ‘কাকাবাবু’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। করোনার জন্য তার কোনো ছবিই গত বছর মুক্তি পায়নি। ‘কাকাবাবু’ ছবিটি চলতি বছর মুক্তি পাওযার কথা থাকলেও পরিস্থিতি নতুন করে ভাবাতে বাধ্য করছে সংশ্লিষ্টদের।

এছাড়াও প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। এই ছবির শুটিং শেষ করে গত বছর আর শুটিং ফ্লোরে ফেরেননি প্রসেনজিৎ।

অতনু ঘোষের ছবিতে প্রসেনজিৎ ছাড়া আর কারা থাকবেন তা চূড়ান্ত হয়নি। ছবির গল্প নিয়েও কিছু জানাননি পরিচালক। অতনু ঘোষ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অসাধারণ অভিনয় করে দর্শক এবং সমালোচকদের অকুণ্ঠ প্রশংসাও পেয়েছিলেন প্রসেনজিৎ।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।