বিলডাকিনি সিনেমায় নিশিতা বড়ুয়ার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৪ নভেম্বর ২০২১

কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় রানারআপ হয়ে সংগীত জগতে পথচলা শুরু করেন। এরপর থেকেই নিয়মিত গান করছেন তিনি। এবার ‘বিলডাকিনি’ নামে ছবিতে প্লেব্যাক করতে যাচ্ছেন এই গায়িকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি জাগো নিউজকে বলেন, আগামীকাল ‘বিলডাকিনি’ ছবির জন্য চণ্ডিদাসের লেখা ‘আমার কৃষ্ণ পিপাসায়, যায় যায় প্রাণ যায়’ গানটিতে কণ্ঠ দেবেন নিশিতা। এই গানে নতুন করে সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু।

তিনি আরও বলেন, গানের কথা ও সুরের ধরনে মনে হয়েছে নিশিতার কণ্ঠে ভালো লাগবে। তাই তাকে নিয়েই গানটি করছি। গাইড ভয়েস শুনে মনে হয়েছে পারফেক্ট।

পরিচালক জানান, ছবিটিতে আরও দুটি গান থাকবে। তার একটি সংগৃহীত। অন্যটি হবে মৌলিক।

এ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে। আরও থাকবেন লুৎফর রহমান জর্জসহ আরও অনেক শিল্পী।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছর অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

এমআই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।