অতিথি বিচারক নৃত্যপরিচালক মিনু হক


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

চলছে ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫। সেরা ২০ প্রতিযোগী নিয়ে এগিয়ে যাওয়ার লড়াই জমে উঠেছে। এর প্রধান বিচারকের আসনে আছেন মুনমুন আহমেদ, ফেরদৌস ও মেহের আফরোজ শাওন।

আর অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনতে এর প্রতি পর্বে একজন করে অতিথি বিচারক হাজির করা হয়। নতুন পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে নন্দিত নৃত্যপরিচালক মিনু হক।

ভাষার মাস ফেব্রুয়ারির পুরো মাসজুড়ে প্রচারিত হবে বিষয় ভিত্তিক বিভিন্ন পর্ব। নজরুল, রবীন্দ্র ও লালন সাঁইয়ের গানে সাজানো হয়েছে বিশেষ পর্বগুলো। সেরা ২০ থেকে এ মাসেই সেরা ১৬ জন প্রতিযোগীকে পাওয়া যাবে। ধীরে ধীরে সেরা ১০ প্রতিযোগী নিয়ে এগিয়ে যাবে গ্র্যান্ড ফিনালের দিকে। এ পর্বে অংশ নিয়েছেন ৫ প্রতিযোগি মুন্নি, প্রাপ্তি, শুভা, সুমি ও উজ্জ্বল।

মিম চৌধুরীর উপস্থাপনায় এটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। এ পর্বটি প্রচারিত হবে আগামীকাল সোমবার ৯ ফেব্রুয়ারি রাত রাত ৭টা ৫০ মিনিটে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।