কুমিল্লায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় র্যাবের অভিযানে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর একটি অপারেশন দল জেলার সদর দক্ষিণ উপজেলা নোয়াগ্রামে এ অভিযান চালায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম সদর দক্ষিণ মডেল থানার নোয়াগ্রামের হাজী সিদ্দিক চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের এএসপি মংনেথোয়াই মারমার নেতৃত্বে একটি অপারেশন দল সদর দক্ষিণ মডেল থানার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আদর্শ মৎস্য হ্যাচারিতে অভিযান চালায়। এ সময় ওই হ্যাচারির অফিস কক্ষ থেকে ১ হাজার ৫৭৫ বোতল ফেনসিডিল ও ১৪ বোতল ভতকাসহ মাদক ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
কামাল উদ্দিন/এসএস/এবিএস