ছদ্মবেশে দিল্লীর রাস্তায় অমিতাভ বচ্চন


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৩ মার্চ ২০১৬

দিল্লীর রাস্তায় কেউ কি অমিতাভের মতো কাউকে দেখেছেন? যদি দেখে থাকেন তবে আপনি ঠিকই দেখেছেন। তিনি অমিতাভ বচ্চনই ছিলেন। এমন শিরোনামেই খবর ছেপেছে ভারতীয় দৈনিক এনডিটিভি। কারণ সম্প্রতি ছদ্মবেশে রাজধানী শহর দিল্লীতে ঘুরে বেড়িয়েছেন বলিউডের শাহেনশা খ্যাত অমিতাভ বচ্চন।

পড়নে খাকি রঙ্গের ট্রাউজার, গায়ে ঢিলেঢালা একটা শার্ট আর অর্ধেক মুখ ঢেকে রেখেছে একটা মাস্ক। এমন বেশভূষাতেই নাকি দিল্লীর পথে পথে ঘুরেছেন বিগ বি। বিশেষ কোনো কারণ নয়, নিজের চেনা শহরে আজকাল আর আগের মতো ঘুরে বেড়ানো সম্ভব হয়না বলেই এই ছদ্মবেশ।

ছদ্মবেশ নিয়ে নিজের পছন্দের জায়গাগুলোতে কিছুক্ষণ হেঁটে বেড়ালেন বিগ বি। আর সেসব কথাই তিনি প্রকাশ করে জানালেন নিজের ব্লগপোষ্টে।

সম্প্রতি অমিতাভ বচ্চন অভিনয় করছেন সাইক্লোজিকাল থ্রিলার ছবি ‘টি থ্রিন’-এ। ছবিটির পরিচালনায় আছেন পরিচালক সুজিত সরকার।

আরএএইচ/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।