৫৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘মহানগর সাংস্কৃতিক উৎসব-২০২৩’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মহানগর সাংস্কৃতিক উৎসব-২০২৩’। ঢাকা মহানগরের পাবলিক, প্রাইভেট ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব।

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এ প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এর চলমান অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রতিনিধি শিক্ষকদের নিয়ে ১২ নভেম্বর (রোববার) বিকেলে অংশীজনের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে, সচিব সালাহ উদ্দিন আহাম্মদের উপস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন প্রতিনিধি শিক্ষক ও একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকগণ এ অনুষ্ঠান আয়োজন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিসরে এ ধরনের উৎসব আয়োজন এবং তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানের এ মহতী উদ্যোগের প্রসংশা করেন তারা।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় আইডিয়া ভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃহত্তর পরিসরে প্রত্ন নাটক মঞ্চায়ন এবং নতুন নতুন গল্প নিয়ে মঞ্চনাটক নির্মাণ অব্যাহত রাখার কথা তুলে ধরেন তারা।

এছাড়া নতুন নতুন থিম ধরে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সাংস্কৃতিক প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।