অধরার নতুন সিনেমা
দেশীয় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। ঢাকার অদূরে নতুন সিনেমার শুটিং করছেন তিনি। এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সজলকে।
বিষয়টি জানিয়েছেন নায়িকা অধরা খান। মাত্রই দুবাই থেকে দেশে ফিরেছেন এ শিল্পী। এরমধ্যে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালেও। অধরা বললেন, ‘শরীর এখন একটু ভালো। কাজটির গল্প আমার বেশ ভালো লেগেছে। তাই এভাবেই শুটিংয়ে ফিরেছি। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা এক দারুণ অভিজ্ঞতা।’
চিত্রনায়িকা অধরা খান
আরও পড়ুন
অধরা বলেন, ‘গত ১৬ মে থেকে পূবাইলে নতুন সিনেমার কাজ শুরু করেছি। সিনেমার নাম ‘ঋতুকামিনী’, এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। সিনেমায় আমার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল। এ সিনেমার শুটিং চলবে টানা ৫ জুন পর্যন্ত।’
চিত্রনায়িকা অধরা খান নতুন সিনেমার লুকে। ছবি: ফেসবুক থেকে নেওয়া
গত ১৬ মে থেকে পূবাইলে সিনেমাটির কাজ চলছে। গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। এরই মধ্যে ফেসবুকে পাওয়া গেছে সেই লুকও।
এ সিনেমায় সজল-অধরা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।
এমআই/এমএমএফ/এমএস/এএসএম