‘কুরুলুস উসমান’র বুরাককে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ভক্তরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৬ মে ২০২৪

তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট। তিনি বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেছেন। তবে বর্তমানে প্রচারিত ‘কুরুলুস উসমান’ সিরিজে একটি চরিত্রে রূপদান করে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছেন। এ সিরিজের মাধ্যমে বাংলাদেশেও তার তুমুল জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। এদেশের বিনোদনপ্রেমীদের প্রিয় তারকায় পরিণত হয়েছেন তিনি।

তাই তাকে এ দেশের ভক্তদের সামনে হাজির করেছে একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান। আজ (২৬ মে) রাজধানীর গুলশান ১ নম্বরে দেখা মেলে তুর্কি অভিনেতার। প্রিয় অভিনেতাকে দেখতে সেখানে নির্দিষ্ট সময়ের আগেই আনাগোনা শুরু করেন দেশের অসংখ্য ভক্তরা-অনুরাগীরা। এ যেন সত্যিই এক অভূতপুর্ব মুহূর্ত।

অপেক্ষার পালা শেষে আজ ভাগ্যবান ভক্তদের সঙ্গে দেখা করলেন ‘কুরুলুস উসমান’ খ্যাত তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিট। তবে শোরুমের বাইরে অসংখ্য ভক্তের ভিড় থাকায় অভিনেতা সে ভক্তদেরও এক ঝলক দেখা দিয়েছেন। বিশেষ মুহূর্ত ধরে রাখতে তুলেছেন সেলফি।

‘কুরুলুস উসমান’র বুরাককে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ভক্তরা

বুরাক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে আসার কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন। তার পোস্টের পর ভক্তদের মধ্যে বিপুল প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়।

বাংলাদেশের ভক্তরা তাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। বুরাকও তার এদেশের ভক্তদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি সবার সঙ্গে সেলফি তোলেন। অসাধারণ এই মুহূর্তের দৃশ্য ধরে রাখতে কেউ ভুল করেননি।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিট। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। তার এক বোন, নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক সম্পন্ন করেছেন ফটোগ্রাফি নিয়ে।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।