সুচরিত চৌধুরী ও সুশান্ত সিংয়ের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২১ জানুয়ারি ২০২৩, শনিবার। ৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
সুচরিত চৌধুরী
প্রথিতযশা কথাসাহিত্যিক হিসেবে সুপরিচিত। ১৯৩০ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে জন্ম তার। কাব্য ও সংগীত জগতেও তার বিচরণ ছিল। তবে তিনি কথাসাহিত্যিক হিসেবেই প্রতিষ্ঠিত ও স্বীকৃত হয়েছেন। করাচি থেকে প্রকাশিত সাপ্তাহিক দিগন্ত পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার কাজে যুক্ত ছিলেন। এছাড়াও জড়িত ছিলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক রেনেসাঁ, মাসিক উদয়ন ও মাসিক সীমান্ত পত্রিকার সঙ্গে। প্রতিষ্ঠাকাল থেকেই চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো- শুধু চৌধুরীর সেরা কবিতা, সুরাইয়া চৌধুরীর শুধু গল্প, আকাশে অনেক ঘুড়ি, একদিন এক রাত, নদী নির্জন নীল ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৪ সালের ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
সুশান্ত সিং রাজপুত
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং লোকহিতৈষী ছিলেন। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সিনেমা- কাই পো চে!, শুদ্ধ দেশী রোমান্স, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী!, পিকে, এম.এস.ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ, ছিছোড়ে, দিল বেচারা, ড্রাইভ, রাবতা ইত্যাদি। ইন্ডিয়ান ট্যালি অ্যাওয়ার্ডস, জি গোল্ড পুরস্কার, বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস, জি রিস্তে পুরস্কার, লাওনস গোল্ড অ্যাওয়ার্ডস, দ্য গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন অনার্স অ্যাওয়ার্ডস, এফআইসিসিআই ফ্রেমস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, স্টার গিল্ড পুরস্কার, স্ক্রিন অ্যাওয়ার্ডস, জি সিনে পুরস্কার, আইবিন-লাইভ মুভি অ্যাওয়ার্ডস, আইআইএফএ পুরস্কার পেয়েছেন।
২০২০ সালের ১৪ জুন ভারতে মৃত্যুবরণ করেন।
ঘটনা
১৭৩৭- পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ ঝড়ে তিন লাখ মানুষ প্রাণ হারান।
১৯৬০- বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃষ্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানরকে মহাকাশে প্রেরণ।
১৯৭৫- আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।
২০০৮- কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে।
জন্ম
১৯১৩- বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ।
১৯৩০- কথাসাহিত্যিক সুচরিত চৌধুরী।
১৯৩৩- বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর শর্বরী রায়চৌধুরী।
১৯৫৩- মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন।
১৯৮৬- ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
মৃত্যু
১৭৩৩- অ্যাংলো-ওলন্দাজ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা বার্নার্ড ম্যান্ডেভিল।
১৮৩১- জার্মান কবি ও লেখক লুডওয়িগ আচিম ভন আরনিম।
১৯০১- টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রে।
১৯৪৫- ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক রাসবিহারী বসু।
১৯৫৯- ভারতের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘো।
কেএসকে/এমএস