আন্তর্জাতিক নারী দিবস

জীবন সংগ্রামে হার না মানা সূর্যবানু

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৩

সানজিদা জান্নাত পিংকি

মাটির চুলা। তার কয়েকটি জ্বালামুখ। উত্তপ্ত আগুনের লেলিহান শিখায় সেখানে তৈরি হচ্ছে চিতই, মাংসপুলি, ভাপাসহ নানান ধরনের পিঠা। এর পাশেই ছোট ছোট বাটিতে থরে থরে সাজানো সরিষা, মরিচ, শুঁটকিসহ নানা স্বাদের ভর্তা। সেগুলোকে কেন্দ্র করে চারপাশে শিক্ষার্থীদের ভীড়। কেউ পিঠা খাচ্ছে, কেউবা করছে অপেক্ষা। কারও কারও লোভাতুর দৃষ্টি তার বর্ণনামতো বানানো গরম পিঠা কখন চুলা থেকে নামানো হবে? ৩২ একরের ক্যাম্পাসের এক কোণের রোজকার চিত্র এটি। বলছিলাম গণ বিশ্ববিদ্যালয়ের চিরচেনা মুখ সুজিয়া খালার কথা। খালার হাতের সুস্বাদু পিঠা, ভর্তা আর খালার হাসিমাখা মুখ সবার পরিচিত। তবে হাসিমুখের পেছনের সংগ্রামের গল্প ক'জনের জানা!

নারী শ্রমিকের অধিকার, মর্যাদা, বৈষম্য দূরীকরণের প্রেক্ষাপটেই নারী দিবস। হার না মানা লড়াইয়ে সুজিয়া খালা যেন তারই প্রতিচ্ছবি। জীবন সংগ্রামের গল্পে তিনি প্রতিনিয়ত প্রশ্ন রেখে চলেছেন ঘুণে খাওয়া সমাজ ব্যবস্থাকে।

সুজিয়া খালা নামে সবার কাছে পরিচিত হলেও তার ভালো নাম সূর্যবানু। গণ বিশ্ববিদ্যালয়ের পিঠা চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা রকমের পিঠা বিক্রিই যার পেশা। সারাদিনের ক্লাস শেষে যার হাতের পিঠাতেই ক্ষুধা মেটায় বহু শিক্ষার্থী। এমনকি গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডা জমানোর মূল ওষুধই খালার হাতের পিঠা।

সূর্যবানুর গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানার বাঁচামরা গ্রামে। একসময় জীবিকার টানে চলে আসেন শহরে। রিক্সাচালক স্বামীর একার রোজগারে সংসার চলে না। একটু ভালো খাওয়া পরার আশায় সূর্যবানু চাকরি নেন গার্মেন্টসে। তবে অসুস্থতার কাছে হার মানে সেই প্রচেষ্টা। মুখ থুবড়ে পড়ে তার সংসার। তবে এ সংগ্রামে হার মানেন না সূর্যবানু।

শুরু করেন পিঠার ব্যবসা। শুরুতে রাস্তার পাশে পিঠা বিক্রি শুরু করলে তাতে খুব বেশি সুবিধা হয়না। পরবর্তীতে তিনি আসেন গণ বিশ্ববিদ্যালয়ে। বিগত ৬ বছর ধরেই ক্যাম্পাসে পিঠা বিক্রি করেন সবার প্রিয় সুজিয়া খালা।

পিঠা খেতে খেতেই কথা হয় তার সঙ্গে। তিনি জানান, পুরো সংসার তার উপর নির্ভরশীল। পিঠা বিক্রি করেই চলে সংসারের সব খরচ। সকাল থেকে শুরু করেন পিঠা বিক্রি। বিকেল পর্যন্ত যা রোজগার হয় তাতেই ঘরভাড়া, সন্তানের পড়ালেখার খরচসহ যাবতীয় সবকিছু কোনোমতে চলে।

জীবিকার এই পথচলায় তাকে সাহায্য করেন স্বামী। রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে দোকানে প্রায়ই কাজে সহায়তা করতে দেখা যায় তাকে। সূর্যবানু আরও বলেন, ‘যহন ভার্সিটি পুরাপুরি খুলা থাকে, তখন আমার সংসারটাও ইকটু ভালো চলে। ভার্সিটি বন্ধ থাকলে আমার সংসার চালাইতে কষ্ট হয়।’

এই পিঠা বিক্রিই তার জীবিকার একমাত্র মাধ্যম। জীবিকার টানে যেমন তিনি দিনভর পিঠা বিক্রি করেন। তেমন দীর্ঘদিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি মায়া জন্মেছে সুজিয়া খালার। তিনি বলেন, ‘অনেক সময় ভীড় বেশি থাকে, একা বানায়া সারতে পারি না। পোলাপান পিঠার জন্য দাঁড়ায় থাকে। তাড়াতাড়ি করি। অনেকেই সকালে না খায়া আসে, পিঠা খায়াই তো সারাদিন ক্লাস করে।’

জীবন যুদ্ধে টিকে থাকার সামনে সব বাধাকে তুচ্ছ করতে যে মনোবলই যথেষ্ট তার প্রমাণ রোজই দিয়ে যাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় সুজিয়া খালা।

লেখা: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।