‘চিকিৎসকের পাশাপাশি নিজেকে গবেষক হিসেবেও গড়ে তুলতে হবে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ৩০ জুন ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘নৈতিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেকে ভালো মানুষ হিসেবে এবং সুদক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার সঙ্গে সঙ্গে সত্যিকারের গবেষক হিসেবেও গড়ে তুলতে হবে।’

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে গবেষণার জন্য ২৪১ শিক্ষার্থীর মাঝে থিসিস গ্রান্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান, উপ-রেজিস্ট্রার মো. আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মোট ৫টি গ্রুপে ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রেখে থিসিস গ্রান্ট প্রদান অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রোগীদের জন্য কল্যাণধর্মী মানসম্পন্ন গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধির করার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে করোনাভাইরাসের বিভিন্ন দিক নিয়ে বড় ধরনের বহুমুখী গবেষণার সুযোগ রয়েছে বলে উল্লেখ করে সেদিকেও দৃষ্টি দেয়ার আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছেন। স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা শিক্ষা, গবেষণার উন্নয়ন ও প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই আন্তরিক ও সব ধরনের সহযোগিতা করেছেন এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে।’

এমইউ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।