‘করোনাকালে ফিজিওথেরাপি সুস্বাস্থ্য নিশ্চিত করে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২২ আগস্ট ২০২০

‘করোনাভাইরাসের ফলে যেসব লক্ষণ যেমন জ্বর, কাশি, দুর্বলতা এবং ফুসফুসের ওপর গুরুতর আক্রমণের ফলে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে বাতাসের অভাববোধ তৈরি হয়, তা থেকে সুস্থ হয়ে উঠতে ফিজিক্যাল থেরাপি বিশেষভাবে কার্যকরী হতে পারে।’

শনিবার (২২ আগস্ট) ঢাকায় ‘ব্যাক ইন মোশন’ আয়োজিত ‘করোনাকালে ফিজিওথেরাপি’ শীর্ষক বিশেষ সেমিনারে কথাগুলো বলেন ব্যাক ইন মোশনের চেয়ারম্যান ড. তাজিয়া সরদার।

তিনি বলেন, ‘করোনা আমাদের বুঝিয়ে গেছে যে রোগ প্রতিরোধে আমাদের নিজেদের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার কোনো বিকল্প নেই। নিজেকে ফিট রাখা, মনকে প্রশান্ত রাখা, ইমিউন সিস্টেমকে সদাসক্ষম রাখার কোনো বিকল্প নেই আর ফিজিক্যাল থেরাপি সেই কাজটিই সুন্দরভাবে করতে আমাদের সহায়তা করে।’

ড. তাজিয়া সরদার আরও বরেন, ‘ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি যেমন অসুস্থতা, দুর্বলতা, বিকলঙ্গতা কাটিয়ে উঠতে সহায়ক হতে পারে; তেমনি যেকোনো সুস্থ মানুষ ফিজিক্যাল থেরাপির মাধ্যমে শারীরিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারেন।’

jagonews24

করোনাকালে কীভাবে স্বাস্থ্য ঠিক রাখা যায় এ বিষয়ে পরবর্তীতে তিনি কয়েকজনের প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, ব্যাক ইন মোশন সম্পূর্ণ আমেরিকান পদ্ধতিতে ঢাকায় স্থাপিত ফিজিওথেরাপি ক্লিনিক। এর নেতৃত্বে রয়েছেন ফিজিওথেরাপি সেন্টারের চেয়ারম্যান ড. তাজিয়া সরদার। তিনি নিউইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে ফিজিক্যাল থেরাপির ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

এর আগে একই ইউনিভার্সিটির হেলথ সায়েন্স বিভাগ থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে গভীর অধ্যয়ন করেন।

এইচএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।