করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ৩০ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

ক‌রোনাভাইরা‌স (কোভিড-১৯) শনাক্তে রাজধানীসহ সারা‌দে‌শের সরকা‌রি ও বেসরকা‌রি ল্যাব‌রেটরি‌তে এ পর্যন্ত মোট ৩০ লাখ ৫ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স‌র্ব‌শেষ গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাব‌রেট‌রি‌তে ১৯ হাজার ৩২টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। শুরুর দিকে শুধু সরকারিভাবে স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআরের আরটি পিসিআর ল্যাবেতে সীমিত সংখ্যক করোনার নমুনা পরীক্ষা হতো। পরবর্তীতে রাজধানীসহ সারাদেশে সরকারি পর্যায়ে ৭৭টি ও বেসরকারি পর্যায়ে ৬৩টিসহ মোট ১৪০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চালু হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪০ জন করোনায় মারা গেছেন, যা গত প্রায় তিন মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে। মোট মৃতদের মধ্যে ৭ হাজার ১২৯ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৪৩৯ (৭৬ দশমিক ২৯ শতাংশ) এবং নারী এক হাজার ৬৯০ জন (২৩ দশমিক শূন্য ৭১ শতাংশ)।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।