করোনা শনাক্তের হার চার শতাংশে নামল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৫৫৩টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয় ৫৬৯ জন করোনা রোগী। এ সময়ে করোনা আক্রান্তের হার চার দশমিক ২৩ শতাংশ।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গেল বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ।

রোগী শনাক্তের হার হ্রাস পাওয়াকে ইতিবাচক বলে মনে করছেন স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে করোনা রোগী শনাক্তের হার পাঁচ শতাংশের কম এবং এ ধারা চার সপ্তাহ অব্যাহত থাকলে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করা যাবে।

তবে করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যুহার। গেল বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (১৭ জানুয়ারি) পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৯০৬ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর হিসাবে মৃতের হার এক দশমিক ৫০ শতাংশ।

এমইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।