বিএসএমএমইউয়ের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেয়ার নির্দেশ
শিক্ষার্থীদের হতাশা দূর করতে এবং কোর্সের সেশন ক্ষতি এড়াতে অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের ওপর আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন।
উপাচার্য বলেন, অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন পরীক্ষা নেয়ারও ব্যবস্থা করতে হবে। অনলাইনে ক্লাস চালু থাকলেও এতে পরীক্ষা না নিতে পারায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কোর্সের সেশনসহ লেখাপড়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে যেহেতু আপাতত হলে পরীক্ষা সম্ভব হচ্ছে না, তাই অনলাইনে পরীক্ষা নেয়া জরুরি হয়ে পড়েছে। শুধু বিএসএমএমইউ নয়, সব বিশ্ববিদ্যালয়েই অনলাইনে ক্লাস নেয়ার পাশাপাশি পরীক্ষা নেয়া জরুরি হয়ে পড়েছে।
এদিকে আজ করোনা আক্রান্তদের চিকিৎসা সেবাদানে সংশ্লিষ্ট সম্মুখসারির যোদ্ধা চিকিৎসকদের সঙ্গে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে তাদের মনোবল ও সাহস বৃদ্ধির জন্য মূল্যবান বক্তব্য রাখেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছাড়া বৃহস্পতিবার তার কার্যালয়ে প্রশাসনিক মিটিং ও শহীদ ডা. মিল্টন হলে অক্সিজেন জেনারেশন এবং অর্থ কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এসব সভায় বিএসএমএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউ/এমএসএইচ/জিকেএস