২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী চারজন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৭১৩ জনে দাঁড়িয়েছে।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগ- ঢাকায় ছয়জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুইজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়। তবে এ সময়ে অবশিষ্ট তিন বিভাগ- রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ২৭ হাজার ৭১৩ জনে দাঁড়িয়েছে।

করোনায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১২ হাজার ৮১ জনের মৃত্যু হয়। এরপর চট্টগ্রাম বিভাগের ৫ হাজার ৬২৪ জন, রাজশাহীতে ২ হাজার ৩২ জন, খুলনায় ৩ হাজার ৫৭৬ জন, বরিশালে ৯৪২ জন, সিলেটে ১ হাজার ২৫৮ জন, রংপুরে ১ হাজার ৩৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে।

এমইউ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।