২০২২ সালের প্রথমাংশেই টিকার আওতায় ৮০ শতাংশ জনগোষ্ঠী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৩ অক্টোবর ২০২১
অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন

আগামী বছরের (২০২২ সাল) প্রথম অংশের মধ্যেই সারাদেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনার আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এ কথা জানান।

অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বলেন, দেশে ৫ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৯৩ জন কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ৭ লাখ ১৬ হাজার ৪৯৬ জন।

ভ্যাকসিন ডিপ্লোমেসির কারণে বিভিন্ন ধরনের টিকা (অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানা) পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে অসংখ্য মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা গেছে।

ইতোমধ্যে ৩ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৭৬৬ জনকে প্রথম ডোজ এবং ১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৯ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে এই ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এমইউ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।