২৪ ঘণ্টায় পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি
দেশে ক্রমে শিথিল হচ্ছে করোনাভাইরাসের তাণ্ডব। প্রতিদিন একটু একটু করে কমছে সংক্রমণ ও মৃত্যু। নিম্নমুখী এ ধারায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ চার জন এবং নারী ছয় জন। অর্থাৎ পুরুষের তুলনায় এসময়ে নারীর মৃত্যু বেশি হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
আগের দিন রোববার ঢাকাসহ সারা দেশে করোনাভাইরাসে ১৬ মৃত্যুর সঙ্গে আক্রান্ত হয়েছিল ৩১৪ জন। মারা যাওয়া ওই ১৬ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছিলেন ছয় জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে আগের ২৪ ঘণ্টায় মৃত্যুহার যে ১ দশমিক ৭৭ শতাংশ দেখানো হয়েছিল গত ২৪ ঘণ্টায়ও তা অপরিবর্তিত রয়েছে।
এদিকে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কিছুটা বেড়েছে। রোববার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। যা বেড়ে গত ২৪ ঘণ্টায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ মৃত্যুসহ ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে। আর নতুন ৩৩৯ জন শনাক্ত নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫০৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত যে ২৭ হাজার ৭৭৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৭৯৩ জন (৬৪ দশমিক ০৫ শতাংশ) ও নারী ৯ হাজার ৯৮৫ জন (৩৫ দশমিক ৯৫ শতাংশ)। করোনাভাইরাস সংক্রমণের প্রথমদিকে পুরুষের মৃত্যুহার বেশি থাকলেও পরবর্তীতে নারীর মৃত্যুও বাড়তে থাকে।
এমইউ/এমকেআর/এএসএম