করোনা শনাক্তের হার ১.৩২ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০২১
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়েছে। এ সময়ে ১৭ হাজার ৭০০টি নমুনা পরীক্ষায় ২৩৪ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৪ দশমিক ৮২ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষায় ২২৩ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১ দশমিক শূণ্য ৪ শতাংশ।

সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

মৃত ৪ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং সত্তরোর্ধ্ব ১ জনের মৃত্যু হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।