টিকা নিয়েছেন আরও ৮ লাখ ২৭ হাজার ৬১৪ জন
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও আট লাখ ২৭ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে প্রথম ডোজের চার লাখ ৯৮ হাজার ১৪৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ২৯ হাজার ৪৬৯ জন।
প্রথম ডোজ টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ দুই লাখ ২৯ হাজার ৭৫০ জন ও নারী দুই লাখ ৬৮ হাজার ৩৯৫ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ৫৫৩ জন ও নারী এক লাখ ৬৭ হাজার ৯১৬ জন।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।
২৭ জানুয়ারি থেকে মঙ্গলবার (১৬ নভেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা আট কোটি ৬২ লাখ ৪৩ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের পাঁচ কোটি ২৫ লাখ সাত হাজার ২৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা তিন কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ছয় কোটি ৭১ লাখ ৪৭ হাজার ৯৬০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২৬৪ জন ও পাসপোর্টের মাধ্যমে নয় লাখ ৭৪ হাজার ৬৯৬ জন নিবন্ধন করেছেন।
এমইউ/বিএ/এমএস