৫ জটিল রোগের লোকদের প্রাণ বেশি কাড়ছে করোনা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে ২৯ জনের মৃত্যু হয়। তার মধ্যে ইপিডেমিওলজিক্যাল ৫১তম সপ্তাহে (২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত) ১২ জন ও ইপিডেমিওলজিক্যাল ৫২তম সপ্তাহে (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত) ১৭ জন রোগীর মৃত্যু হয়।
করোনায় মৃত ২৯ জনের মধ্যে ১৭ জনই আগে থেকে বিভিন্ন রোগব্যাধিতে ভুগছিলেন। সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, মূলত আগে থেকে পাঁচ ধরনের জটিল ব্যাধিতে আক্রান্ত ছিলেন এমন রোগীরা করোনায় আক্রান্ত হয়ে অধিক সংখ্যায় মারা গেছেন। রোগ পাঁচটি হলো- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি এবং নিউরোলজিক্যাল সমস্যা সংক্রান্ত।
পরিসংখ্যানে দেখা গেছে, ইপিডেমিওলজিক্যাল ৫২তম সপ্তাহে মৃত ১৭ জনের মধ্যে আটজন পুরুষ ও নয়জন নারী। ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মৃত্যু হার ৪১ শতাংশেরও বেশি। এসময়ে মৃত ১৭ জনের মধ্যে মাত্র পাঁচজন করোনার টিকা গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের দুজন ও দ্বিতীয় ডোজের টিকা তিনজন নিয়েছিলেন। অবশিষ্ট ১২ জনই টিকা নেননি।
আরও দেখা গেছে, ৫২তম ইপিডেডিমওলজিক্যাল সপ্তাহে মৃত ১৭ জনের মধ্যে ১০ জন কো-মরবিডিটিতে মারা গেছেন। এ ১০ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৮০ শতাংশ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীর ছিলেন। এছাড়া হৃদরোগ, কিডনি ও নিউরোলজিক্যাল সমস্যা আক্রান্ত রোগী ছিলেন।
এমইউ/এমআরআর/এমএস