ওমিক্রনে অধিক সংখ্যক চিকিৎসক-নার্স আক্রান্ত হচ্ছেন!
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসি) নেতারা। তারা বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ায় তারা ১০ দিনের জন্য আইসোলেশনে চলে যাচ্ছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তারা এসব কথা জানান। বিপিএমসিএ এ সভার আয়োজন করে।
বিপিএমসিএ নেতারা জানান, দিন দিন করোনার সংক্রমণ ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় এবং হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। যেহেতু চিকিৎসক ও নার্সরা অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছেন, সেহেতু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আরও বাড়লে চিকিৎসা প্রদানে সমস্যা সৃষ্টি হবে। ওমিক্রনে আক্রান্ত রোগী অল্পদিনেই সুস্থ হয়ে ওঠায় আইসোলেশনের মেয়াদ কমানো হবে কি না সে ব্যাপারে সরকারি নির্দেশনা এবং দ্রুত শনাক্তে অ্যান্টিজেন টেস্ট করার অনুমতি কামনা করেন তারা।
এম এ মবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের পরিচালক (শিক্ষা) এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদউদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান।
এ সময় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
এমইউ/ইএ/এএসএম