‘আপনার মাস্ক কোথায়’ ক্যাম্পেইনে ১০ লাখ মাস্ক বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
১০ লাখ মাস্ক বিতরণ করেছে ‘আপনার মাস্ক কোথায়’ ক্যাম্পেইন

দেশের ৬৪টি জেলায় তিন দিনব্যাপী ‘আপনার মাস্ক কোথায়’ ক্যাম্পেইনে ১০ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি করা এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক পরার ব্যাপারে মানুষের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করা।

দারাজ অনলাইন শপিং, কনফিডেন্স গ্রুপ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে এই ক্যাম্পেইনটি আয়োজন করে জাগো ফাউন্ডেশন। সোমবার ৩১ জানুয়ারি) এই ক্যাম্পেইনের ছিল শেষ দিন।

জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’এর প্রায় সাত হাজার স্বেচ্ছাসেবক ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই প্রচারে অংশ নেন। তারা মাস্ক বিতরণের সঙ্গে সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মসজিদসহ বিভিন্ন স্পটে ওয়ান টু ওয়ান সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

তিন দিনের এই ক্যাম্পেইনে তারা ব্যস্ত রাস্তা, গণপরিবহন, ওভারব্রিজ, বাসস্টপ ও জনসমাগম বেশি হয় এমন স্পটগুলোতে কার্যক্রম পরিচালনা করেন এবং প্রায় ১০ লাখ সুবিধাভোগীর কাছে পৌঁছান। সম্পূর্ণ প্রচারণাটি কোভিড প্রটোকল বজায় রেখে পালন করা হয়।

রাজধানীর গুলশান-২, বনানী-১১, কাকলী, কারওয়ান বাজার ও ধানমন্ডির বিভিন্ন ব্যস্ত সড়কে এ প্রচারণা চালানো হয়। এছাড়াও স্বেচ্ছাসেবকরা সচেতনতা বাড়াতে ব্যস্ত সড়কের পাশাপাশি বিভিন্ন মসজিদে জনসাধারণের কাছে মাস্ক বিতরণ করেন। সমাপনী দিনে আয়োজকদের প্রতিনিধিরা যুবকর্মীদের সঙ্গে প্রচারে যোগ দেন এবং এই সচেতনতামূলক প্রচারে তাদের প্রচেষ্টার প্রশংসা করেন।

দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান বলেন, ‘আমাদের ব্র্যান্ডের উদ্দেশ্য হলো বাণিজ্যের শক্তি ব্যবহার করে স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন করা। এই মুহূর্তে কোভিড প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ছে যা একটি উদ্বেগজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যেখানে মাস্ক পরা অতিপ্রয়োজনীয়। তাই আমরা সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলতে চেষ্টা করছি এবং এটিই মাস্ক সরবরাহের মাধ্যমে সুরক্ষা বজায় রাখার এই সচেতনতামূলক ক্যাম্পেইনের সঙ্গে আমাদের অংশীদারত্বের মূল কারণ।’

কনফিডেন্স গ্রুপের বোর্ডের সদস্যরা বলেন, ‘আমরা মনে করি এখন পর্যন্ত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটিই একটি সেরা এবং সাশ্রয়ী সমাধান। আলহামদুলিল্লাহ আমরা কিছু বেসিক কোভিড প্রটোকল অনুসরণ করে গত দুই বছর ধরে এক শতাংশের কম সংক্রমণের সঙ্গে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি এবং এই সময়ের মধ্যে আমরা যে ব্যবস্থা নিয়েছি তার মধ্যে মাস্ক পরিধান করা অন্যতম।’

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, ‘কোভিড-১৯ থেকে সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মাস্ক ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে পারে এবং জীবন বাঁচাতে পারে।’

জাগো ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর করভি রাকসান্দ বলেন, ‘করোনাভাইরাস আরও অনেকদিন থাকবে এবং আমাদের কাছের এবং প্রিয়জনদের নিরাপদ ও সুস্থ রাখতে আমাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অনুসরণ করাই ভালো। আমরা প্রত্যেককে মাস্ক পরতে, হাত ধোয়ার অভ্যাস করতে এবং ভিড় এড়াতে অনুরোধ করবো।’

এইচএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।