সপ্তাহের ব্যবধানে শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

এক সপ্তাহের ব্যবধানে করোনার বিভিন্ন সূচকের মধ্যে নমুনা পরীক্ষা ও শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু এবং সুস্থতা। চলতি বছরের ইপিডেমিওলজিক্যাল পঞ্চম ও ষষ্ঠ সপ্তাহের তথ্য পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

এতে দেখা যায়, ইপিডেমিওলজিক্যাল পঞ্চম সপ্তাহের তুলনায় (৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত) ষষ্ঠ সপ্তাহে (৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নমুনা পরীক্ষা ৮ দশমিক ৩ শতাংশ এবং রোগী শনাক্ত ৩৬ দশমিক দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে সুস্থতা ১০৬ দশমিক ২ শতাংশ এবং মৃত্যু ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

ইপিডেমিওলজিক্যাল পঞ্চম সপ্তাহে মোট ২ লাখ ৯৩ হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৬ হাজার ২০০ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে ৩৬ হাজার ৯০৫ জন সুস্থ এবং ২২৬ জনের মৃত্যু হয়।

এরপর ইপিডেমিওলজিক্যাল ষষ্ঠ সপ্তাহে ২ লাখ ৬৮ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় ৪৮ হাজার ১৩২ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ে সুস্থ হন ৭৬ হাজার ১০৫ জন। এ সময়ে মোট ২৩০ জন রোগীর মৃত্যু হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য থেকে জানা গেছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

এমইউ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।