করোনায় মৃত্যুর শীর্ষে ঢাকা, সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘই হচ্ছে। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন কয়েক হাজার মানুষ। মহামারি শুরুর পর এ পর্যন্ত করোনার অভিঘাতে রাজধানীসহ সারাদেশে ২৮ হাজার ৯৩১ জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যুর ৮৪ শতাংশেরও বেশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী এ চার বিভাগে।

দেশের আট বিভাগের মধ্যে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। করোনায় সবচেয়ে কম সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ১৪ জন। এসময়ে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। পরে ভাইরাসটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা দেয়।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত এবং এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মারা যাওয়া ২৮ হাজার ৯৩১ জনের মধ্যে ৮৪ শতাংশের বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী এ চার বিভাগে। বাকি ১৫ দশমিক ৮০ শতাংশ রোগী মারা গেছে বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ৭০২ জন (৪৩ দশমিক ৯০ শতাংশ), চট্টগ্রামে ৫ হাজার ৮২৪ জন (২০ দশমিক ১৩ শতাংশ), রাজশাহীতে ২ হাজার ১২৮ জন (৭ দশমিক ৩৬ শতাংশ), খুলনায় ৩ হাজার ৭০৫ জন (১২ দশমিক ৮১ শতাংশ), বরিশালে ৯৭৩ জন (৩ দশমিক ৩৬ শতাংশ), সিলেটে ১ হাজার ৩১৭ জন (৪ দশমিক ৫৫ শতাংশ), রংপুরে ১ হাজার ৪০৫ (৪ দশমিক ৮৬ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৮৭৭ জন (৩ দশমিক শূণ্য ৩ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। এদিন বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনায় মোট মারা যাওয়া ২৮ হাজার ৯৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরীসহ ঢাকা জেলায়। শীর্ষ মৃতের তালিকায় ১০ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় ১ হাজার ৫০৪ জন, কুষ্টিয়ায় ৮৪৯ জন, সিলেট জেলায় ৮১০ জন, নারায়ণগঞ্জে ৭৭৯ জন, বগুড়ায় ৬৫৫ জন, চাঁদপুরে ৬৫১ জন, নোয়াখালীতে ৬১৪ জন, গাজীপুর ৫৮৬ জন এবং যশোরে মারা গেছে ৫৮৪ জন।

এমইউ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।