ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৪ এএম, ০৭ মার্চ ২০২২
ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছে। তবুও জনগণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদে ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

স্বাস্থ্যবিধিগুলো হলো- করোনা প্রতিষেধক টিকা নেওয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ভালোভাবে মাস্ক পরিধান, আবদ্ধ স্থানগুলোতে বাতাস চলাচলের ব্যবস্থা করা, ঘন ঘন হাত ধোয়া এবং হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।

রোববার (৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ডা. রোবেদ আমিন বলেন, ‘অনেকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছেন না। অনেকেই মাস্ক খুলে ফেলার পক্ষে যুক্তি দিচ্ছেন। কিন্তু এখনো মাস্ক খুলে ফেলার মতো কোনো কিছু হয়নি।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের পরিবর্তন হচ্ছে। ভাইরাসটা এখনো বিবর্তন হচ্ছে। আবারও নতুন কোনো ভ্যারিয়েন্ট আসবে কি না, সেই শঙ্কা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব সাব-লাইনিজ, তা চলে আসার সম্ভাবনা থাকবে।’

এমইউ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।