নরসিংদীতে হবে মেডিকেল কলেজ: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৬ জুন ২০২২

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা এখানের মানুষের প্রাণের দাবি। এ লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করা হবে।

রোববার (৫ জুন) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত কৃতি নার্সদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২০ সালে শুরু হওয়া বৈশ্বিক দুর্যোগ কোভিড মোকাবিলায় আমরা বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অধিক সাফল্য লাভ করেছি। এটি সম্ভব হয়েছে চিকিৎসাসেবায় নিয়োজিত আমাদের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য পেশাজীবিদের জন্য।

এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবির প্রেক্ষিতে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের নাম পরিবর্তন করে ‘নার্সিং কর্মকর্তা’ করার বিষয়টি সংশ্লিষ্ট ফোরামে তুলে ধরবেন বলে আশ্বাস দেন নূরুল মজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবক মনজুরুল মজিদ মাহমুদ সাদি ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া।

এনএইচ/এমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।