‘লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুস্টার ডোজ কার্যক্রম চলবে’
৭৫ লাখ ডোজ টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
মঙ্গলবার (১৯ জুলাই) বুস্টার দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) টিকা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এবিএম খুরশীদ আলম বলেন, করোনা এখন মারাত্মক সংক্রমণ ঘটাচ্ছে না। তাই বুস্টার ডোজ নিতে মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে।
ঢামেক টিকা কেন্দ্র ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকে টিকাদান শুরু হয়েছে। যথাসময়ে টিকাদান শুরু হলেও কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের তেমন ভিড় দেখা যায়নি। ঢামেক কেন্দ্রে কাজ করছে ৮টি টিম।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এক হাজার জনের মতো টিকা নিয়েছেন।
এই কেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসেছেন রাইদা। তিনি জাগো নিউজকে বলেন, খুব ভালোভাবেই টিকা নিয়েছি। কোনো ভিড় নেই। আর এখানকার পরিবেশও ভালো। বুস্টার ডোজ দিবস হওয়ায় সহজেই টিকা পেয়েছি।
করোনা সংক্রমণ রোধে আজ বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এদিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার হবে বলে জানা যায়।
এএএম/ইএ/জিকেএস