৬ অক্টোবর থেকে আর্মি স্টেডিয়ামে বিদেশগামীদের করোনা পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বিদেশগামীদের করোনা পরীক্ষা আগামী ৬ অক্টোবর থেকে বন্ধ থাকবে। এর পরিবর্তে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হবে।

রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এদিকে, ঢাকা সেনানিবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহের কার্যক্রম আর্মি স্টেডিয়াম থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে স্থানান্তর করার কথা ছিল। বর্তমানে তা মহাখালীতে স্থানান্তরের পরিবর্তে শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে স্থানান্তরের কার্যক্রম আগামী ৬ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়।

এএএম/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।