চট্টগ্রামে ৬ হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। শনিবারের (২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬ জন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ৫ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ৮৮ জন সরকারি হাসপাতালে এবং ৫৭ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৭ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৮ জন, চট্টগ্রাম কম্পাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩৮ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ১৬ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৫ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

তাছাড়া চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। ওই মাসে ৩ হাজার ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

চট্টগ্রাম সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, এ বছর এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৫৩ জন মারা যান। তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রতি গুরুত্বরোপ করেন।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।