মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত এবিএম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

বাংলা একাডেমি কর্তৃক মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এবিএম আবদুল্লাহ। গত শনিবার (২৫ নভেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় তার হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বাংলা একাডেমি আমাকে মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করেছে। এর আগে ২০১৬ সালে তারা আমাকে ফেলোশিপ দিয়েছিল। তাদের এ উদ্যোগে আমি অত্যন্ত সম্মানিতবোধ করছি। এ পুরস্কারের মাধ্যমে দেশ ও জাতির প্রতি আমার দায় আরও বাড়লো। আমাকে সম্মানিত করায় বাংলা একাডেমির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অর্জিত জ্ঞান ও দক্ষতার আলোকে চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ আরও বলেন, চিকিৎসা বিষয়ে আমার লেখা একাধিক বই দেশ-বিদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিল্যালয়ে পড়ানো হয়।

এএএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।