কেন্দ্রীয় ঔষধাগার পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নিজেই দেখলেন অনিয়ম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

তেজগাঁওয়ের সরকারি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এসময় প্রতিষ্ঠানের নানান অনিয়ম নিজেই প্রত্যক্ষ করেন তিনি

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী দুপুর ১টা ৫০ মিনিট থেকে বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত পুরো প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

দুপুরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে নিয়ে ঝটিকা পরিদর্শনে যান।

হঠাৎ কেন্দ্রীয় ঔষধাগার পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নিজেই দেখলেন অনিয়ম

স্বাস্থ্যমন্ত্রী এসময় সেখানে শত শত কার্টন ভর্তি নানান রকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং নানান বিষয়ে অনিয়ম দেখতে পান। নানান রকম জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেক দিন ধরে অব্যবহৃত পড়ে থাকতে দেখেন। অনেক জরুরি পণ্য অব্যবহৃত অবস্থায় সেখানে মেয়াদ শেষ হয়ে গেলো কীভাবে, তা উপস্থিত সিএমএসডির কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন। স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি উপস্থিত সিএমএসডি কর্মকর্তারা।

এসব অনিয়ম দেখে স্টোরেজের মালামালের তালিকাসহ অন্যান্য বিষয় জানিয়ে সাত দিনের মধ্যে মন্ত্রীর কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে এ রিপোর্ট নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে উপযুক্ত ব্যবস্থা নিতে জরুরি মিটিংয়ে বসার কথা বলেন।

এএএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।