চিকিৎসাশিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৪

বাংলাদেশ চিকিৎসাশিক্ষা অ্যাক্রেডিটেশন আইন ২০২৩ এর আওতায় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক প্রধান অধ্যাপক সোহরাব আলীকে (৮১) নবগঠিত কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদকে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসাশিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে

কাউন্সিলে ‘চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উন্নয়নে সম্পৃক্ত অধ্যাপক পদমর্যাদা’ ক্যাটাগরিতে খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউনেটালোজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মাদ সহিদুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সানোয়ার হোসেন।

এছাড়াও নবগঠিত কাউন্সিলে বিভিন্ন ক্যাটাগরিতে পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়জন। তারা হলেন, ‘চিকিৎসা শিক্ষায় কৃতিত্বের পরিচয়দানকারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক’ ক্যাটাগরিতে ঢামেকের অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. এম খলিলুর রহমান, ‘ডেন্টাল কলেজ বা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক’ ক্যাটাগরিতে অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, ‘নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ’ ক্যাটাগরিতে ঢাকা নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ হালিমা আকতার, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাটাগরিতে ঢাকা আইএইচটির সাবেক অধ্যক্ষ ডা. উম্মে আজিজ নাসিমা, ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) অবসরপ্রাপ্ত অধ্যক্ষ’ ক্যাটাগরিতে ডা. সুফিয়া বেগম, ‘অল্টারনেটিভ মেডিসিন বিষয়ে অভিজ্ঞ সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদমর্যাদার অবসরপ্রাপ্ত শিক্ষক’ ক্যাটাগরিতে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ কাম অধিক্ষক ডা. স্বপন কুমার দত্ত।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, খণ্ডকালীন সদস্য পদে তাদের মেয়াদ হবে ৪ (চার) বছর, তবে সরকার প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারে।

পূর্ণকালীন সদস্যগণ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োজিত হবেন এবং তাদের বর্তমান পদের/অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন এবং তারা ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩’ দ্বারা, বিধি/প্রবিধি দ্বারা এবং কাউন্সিল কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এএএম/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।