বিএসএমএমইউয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকার হলো ঐতিহাসিক মুজিবনগর সরকার। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন। আসুন ঐতিহাসিক দিনে আমরা শপথ করি, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে নেবো এবং জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করবো। যাতে করে বিএসএমএমইউয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সে লক্ষ্য পূরণে আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএসএমএমইউয়ের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিএসএমএমইউ স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটোসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, বিভিন্ন স্তরের কর্মকর্তা, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।