স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপক কামরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৪
অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন/ ছবি- সংগৃহীত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. কামরুল হাসানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগে কর্মরত।

এএএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।