সাহিত্য

দোলন ছবি আঁকা উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান

দোলন ছবি আঁকা উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান

শিশু-কিশোরদের চিত্রশিল্পের প্রতি ভালোবাসা ও সৃজনশীল বিকাশের উদ্দেশ্যে ‘দোলন ছবি আঁকা উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। যশোর ইনস্টিটিউটের সিআরসি ভবনে ২৮ মে বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

Advertisement

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কবি ড. শাহনাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন দৈতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল। আরও উপস্থিত ছিলেন তির্যক নাট্য সম্পাদক আলমগীর হোসেন বাবু। দৈতনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি জি এম মুসা, সমাজসেবক মো. সাহেদ চৌধুরী, দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ এবং গল্পকার মোহাম্মদ মমতাজ উদ্দিন।

সভাপতিত্ব করেন শিশু-কিশোরদের ছোটকাগজ দোলনের সম্পাদক ছড়াকার ও প্রকাশক কামাল মুস্তাফা। তিনটি বিভাগে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন নজরুল পুরস্কার পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী  শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে অনন্য আয়োজন 

ক বিভাগে হাজিমাহ আইরিন (প্রথম), অরিক আইমান (দ্বিতীয়), আয়ান (তৃতীয়), সিরাতুল মুস্তাকিম (চতুর্থ)। খ বিভাগে জুনাইরা আক্তার (প্রথম), লাবিবা জামান লিবা (দ্বিতীয়), জুনাইনা আক্তার (তৃতীয়), আরাফ আইয়ান (চতুর্থ), সাফওয়ান উজ জামান (পঞ্চম)। গ বিভাগে জাইফ রাফসান রহমান (প্রথম), চয়নিকা মল্লিক (দ্বিতীয়), কানিজ সাকিনা তাবিবা (তৃতীয়), ইশরাত জাহান (চতুর্থ) স্থান অর্জন করে।

Advertisement

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা দোলনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ দেওয়াকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। দোলন সম্পাদক কামাল মুস্তাফা জানান, শিশুদের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য এ আয়োজন অব্যাহত থাকবে।

এসইউ/জিকেএস