দেশজুড়ে

যশোর থেকে ইয়েস কার্ড পেল ৫৯ সাঁতারু

যশোর থেকে ইয়েস কার্ড পেল ৫৯ সাঁতারু

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় যশোর থেকে ইয়েস কার্ড পেয়েছে চার জেলার ৫৯ জন। এর মধ্যে ৪৩ জন বালক ও ১৬ বালিকা।

Advertisement

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার দু শতাধিক সাঁতারুর মধ্য থেকে তাদের বাছাই করা হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। এ কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস বলে জানান আয়োজক সংশ্লিষ্টরা। পরে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ সাঁতারুদের ইয়েস কার্ড দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, নৌবাহিনীর লে. কমান্ডার ফাহিম আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, নাজিম উদ্দিন ও স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মোস্তফা মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মিলন রহমান/আরএইচ/এএসএম