দেশজুড়ে

কিন্ডারগার্টেনের ফির ব্যাপারে নিয়ম হওয়া উচিত: ডা. বিধান

কিন্ডারগার্টেনের ফির ব্যাপারে নিয়ম হওয়া উচিত: ডা. বিধান

কিন্ডারগার্টেন স্কুলের ফির ব্যাপারে নিয়ম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যয় একটি নীতিমালা হওয়া উচিত যাতে তারা ইচ্ছেমতো ফি নিতে না পারে। তাদের পাঠাক্রম ও পাঠ সূচি কেমন হবে তা-ও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে।

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন। ফলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রাথমিক শিক্ষা আছে। আগে এগুলোর মাত্রা খুব কম ছিল এখন বেড়েছে। কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ এটি করতে পারবে না। ফলে ধরে নেওয়া যায় এটি চলবেই। তবে বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। তারা কোন কারিকুলাম ফলো করবে কি পড়াবে এটি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকতে হবে।

Advertisement

‘বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটি নীতিমালা আছে। এর মাধ্যমে তারা রেজিস্টেশন নেবে এবং কি পড়াবে সেটি আমরা নির্ধারণ করে দেব। তবে এখন পর্যন্ত সবাই রেজিস্টেশন নেইনি। আমরা চাই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনভুক্ত করা এবং তাদের নিয়ন্ত্রণাধীন ভুক্ত করা’ বলেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন।

সভায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পিটিআই ও উপজেলা সহকারী ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম

Advertisement