দেশজুড়ে

ফরিদপুরে হঠাৎ ঝড়, বাড়িঘর বিধ্বস্ত

ফরিদপুরে হঠাৎ ঝড়, বাড়িঘর বিধ্বস্ত

ফরিদপুরের সালথায় টানা বৃষ্টির মধ্যে আকস্মিক ঝড়ে সাতটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ভেঙে গেছে অসংখ্য গাছপালা।

Advertisement

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে বুধবার রাতে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে উত্তর পূর্ব দিকে থেকে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে গাছপালা ফসলের ক্ষতি হয়। কয়েকটি বাড়িঘড় বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, সারাদিনই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ঝড় শুরু হয়। মাত্র তিন মিনিটের ঝড়ে সাতটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারও টিনের চাল উড়ে গেছে, আবার কারও ঘর মাটির সঙ্গে মিশে গেছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস