অর্থনীতি

রংপুর-রাজশাহীর ৭ জেলায় চলছে পেনশন মেলা

রংপুর-রাজশাহীর ৭ জেলায় চলছে পেনশন মেলা

দেশের সব নাগরিককে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগের সাতটি জেলা রাজশাহী, পাবনা, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) শুরু হওয়া এ পেনশন মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ জুন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া জেলায় পেনশন মেলা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ ওয়াই এম জিয়াউদ্দীন আল মামুন। এ আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।

রাজশাহী ও রংপুর বিভাগের সাত জেলায় পর্যায়ক্রমে একইভাবে পেনশন মেলা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। মেলায় ব্যাংক, এনজিও, মাইক্রোফাইনান্স ইনস্টিটিউট, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা অংশগ্রহণ করবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Advertisement

জানা গেছে, মেলা প্রাঙ্গণের সংশ্লিষ্ট স্টলে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ থাকবে। মেলায় সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনার, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং অর্থ বিভাগের প্রতিনিধিরা এসব অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করবেন।

জেলা পর্যায়ে এসব মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিমের (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরা হবে। বিশেষত নতুনভাবে সংযোজিত সুবিধা যেমন- পেনশনে গমনের সময় আগ্রহী হলে জমা করা টাকার ৩০ শতাংশ এককালীন (অফেরতযোগ্য) উত্তোলন সুবিধা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও গ্রাহক জমার বিনিয়োগের উপর কর অব্যাহতির বিষয়টি জনসাধারণকে জানানো হবে।

নতুনভাবে এ সুবিধা দেওয়ায় সর্বজনীন পেনশন স্কিম আরো লাভজনক হবে। এ স্কিমের পরিচালন ব্যয় সরকার বহন করে, সমুদয় বিনিয়োগ মুনাফা গ্রাহক পেয়ে থাকে। তাছাড়া গ্রাহকরা বিনিয়োগ রেয়াত সুবিধা প্রাপ্ত হন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও গ্রাহকের জমা করা অর্থের বিনিয়োগ করমুক্ত হওয়ায় এটি এখন আরও আকর্ষণীয় এবং লাভজনক স্কিম মর্মে জনমাধ্যমকে অবহিত করা হবে।

এছাড়া প্রতিটি জেলায় পেনশন মেলা উদ্বোধনের পর একই দিনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সিভিল সোসাইটিসহ বিভিন্ন শ্রেণি পেশা মানুষ উপস্থিত থাকবেন। সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ বাড়ানোর কৌশল নির্ধারণের এ কর্মশালা সহায়ক হবে।

Advertisement

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কর্মশালা শেষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিমের থিমগুলো তুলে ধরে বিভিন্ন পরিবেশনা থাকবে। স্থানীয় পর্যায়ে প্রথিতযশা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এমএএস/এমকেআর/জেআইএম