প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা, বিপৎসীমার ওপরে বইছে পানি

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৯ জুলাই ২০২৫
প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিম্নচাপ সরে গেলেও এ মুহূর্তে বৃষ্টি থেকে নিস্তার মেলেনি বঙ্গবাসীর। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে গত সোমবার (২৮ জুলাই) লাগাতার প্রবল বৃষ্টির কারণে ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা নদী। বিপৎসীমার ওপর দিয়ে বইছে পানি।

প্রবল বর্ষণের কারণে কালিম্পং ১০ নম্বর জাতীয় সড়কে পাহাড়ি নদী তিস্তার পানি উঠে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সব যানবাহনের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। সব গাড়ি লাভা হয়ে কালিম্পং এবং সিকিমের দিকে যাচ্ছে।তিস্তাবাজার এলাকায় পেশক রোডও ডুবেছে তিস্তার পানিতে। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি পানিতে তলিয়ে গেছে।

পানি বেড়ে যাওয়ায় তিস্তা পাড়ে বসবাসকারীদের নদীর কাছাকাছি না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে সিকিম ও দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। নদীর পানি বাড়ার ফলে পাহাড়ের মাটি নরম হয়ে ধস নামতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করার কারণে বাংলাদেশও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

খরস্রোতা নদী তিস্তার পাশাপাশি মহানন্দা, বালাসন নদীতেও পানি বেড়েছে। তবে পরিস্থিতি ভয়াবহ হলেও পুরো বিষয়টির ওপর নজর রেখেছে প্রশাসন।

কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৯ জুলাই) উত্তরবঙ্গে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ারের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।