তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৩ জুলাই ২০২৫
ছবি: ভিডিও থেকে নেওয়া।

স্ত্রীর সঙ্গে তালাকের পর দুধ দিয়ে গোসল করে উদযাপন করেছেন ভারতের আসামের নলবাড়ি জেলার বাসিন্দা মানিক আলী।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন মানিক আলী। পাশে রাখা চার বালতি দুধ। একে একে প্রতিটি বালতি নিজের গায়ে ঢেলে গোসল করছেন তিনি।

ভিডিওতে মানিককে বলতে শোনা যায়, আজ থেকে আমি মুক্ত। সেই মুহূর্ত তিনি ক্যামেরায় ধারণ করেন এবং সেটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ভিডিওতে মানিক বলেন, সে (স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। আমি পরিবারের শান্তির কথা ভেবে চুপ ছিলাম।

স্থানীয়রা জানিয়েছেন, মানিকের স্ত্রী আগেও অন্তত দুইবার পালিয়ে গিয়েছিলেন। পরে দু’জনের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

ভিডিওতে মানিক আরও বলেন, আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন যে আমাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। তাই আজ আমি দুধ দিয়ে গোসল করে আমার মুক্তি উদযাপন করছি।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।