ফিলিস্তিনি বুদ্ধিজীবীদের গ্রেফতারে ইসরায়েলি অভিযান, আটক গবেষক ওরাবি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
লেখক ও রাজনৈতিক গবেষক সারি ওরাবি/ ছবি : এক্স

গাজা উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞের পর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি কার্যকর হলে প্রতিদিনই কেও না কেও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হচ্ছেন। সম্প্রতি গাজা, জেরুজালেম এবং পশ্চিম তীরে বসবাস করা বুদ্ধিজীবী ও বন্দিমুক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে গ্রেফতার অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে অধিকৃত জেরুজালেমের উত্তরে রাফাত শহরের বাসিন্দা, লেখক ও রাজনৈতিক গবেষক সারি ওরাবিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করেছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেফতার অভিযান চালায়। অভিযানের লক্ষ্য ছিল ফিলিস্তিনি লেখক, বুদ্ধিজীবী, যুবক ও প্রাক্তন বন্দীর বাড়ি তল্লাশি ও ধ্বংস করা হয়।

গ্রেফতার হওয়া সারি ওরাবি একজন লেখক ও গবেষক। তিনি রাজনীতি এবং ইসলামী চিন্তাভাবনায় বিশেষজ্ঞ। তার লেখা প্রবন্ধ বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন, ওয়েবসাইট ও গবেষণা কেন্দ্রগুলোতে প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাংস্কৃতিক, বৌদ্ধিক ও রাজনৈতিক বিষয়ে মন্তব্যও করেন।

ওরাবির পাশাপাশি, ক্বালকিলিয়ার শহরে ইব্রাহিম হুরানি, আরুরা (উত্তর রামাল্লা) শহরে নাসের মুফারাজ ও তার ছেলে আমর এবং প্রাক্তন বন্দী তৈসির খুসাইবকেও গ্রেফতার করা হয়েছে।

চলমান গ্রেফতার অভিযানে লক্ষ্য বিশেষ কোনো গ্রুপ নয় বরং শিক্ষাবিদ, লেখক, প্রাক্তন বন্দী এবং যুবকদের লক্ষ্য করে চালানো হচ্ছে। এটি ফিলিস্তিনি সমাজে সাধারণ জনসচেতনতা ও সামাজিক প্রভাব দমন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।