ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

ইয়েমেনের বিরুদ্ধে চলমান সৌদি আরব ও তার মিত্র বাহিনীর আগ্রাসন বন্ধে জাতিসংঘকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন আন্দোলনের পররাষ্ট্রবিষয়ক প্রধান হোসেইন আল-ইজ্জি।
অব্যাহত সৌদি আগ্রাসনের ফলে ইয়েমেন কী রকম ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তাও তুলে ধরা হয়েছে এতে। এতে বলা হয়েছে, ইয়েমেনের হাসপাতালগুলোতে যে জ্বালানি মজুদ করা আছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। আহত হাজার হাজার মানুষের চিকিৎসায় নিয়োজিত রয়েছে এ সব হাসপাতাল।
তাইয়া’জ, আস-জোফ, মারি’ব, এডেন, সা’দা এবং সা’ওয়ান প্রদেশসহ ইয়েমেনের রাজধানী সা’নার আশেপাশে সৌদি বিমান হামলার বিষয়টি এ চিঠিতে তুলে ধরা হয়।
এতে বলা হয়েছে, সৌদি বিমান হামলায় সা’ওয়ান প্রদেশে অনেকেই নিহত হয়েছেন। নিরীহ ইয়েমেনিরা যখন ঘুমিয়ে ছিলেন তখন এ প্রদেশে তাদের ওপর সৌদি বিমান হামলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
জাতিসংঘের অনুমোদনের তোয়াক্কা না করেই ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। এ ছাড়া, অবৈধ সামরিক অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে বলে গত মাসের ২১ তারিখে ঘোষণা করে রিয়াদ।
কিন্ত তারপরও দেশটির বিরুদ্ধে বিমান আগ্রাসনের বিরতি দেয়া হয়নি এবং অব্যাহত বিমান হামলার শিকার হচ্ছে ইয়েমেন।
বিএ/আরআইপি