জার্মানিতেও করোনাভাইরাস, নেপথ্যে চীনা সহকর্মী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

চীনে থেকে ছড়িয়ে পড়া ঘাতক করোনাভাইরাসে জার্মানিতে একজন সংক্রমিত হয়েছেন। দেশটির বাভারিয়া অঙ্গরাজ্যে কোম্পানির এক প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে চীনা এক সহকর্মীর মাধ্যমে জার্মান ওই নাগরিক ওই ভাইরাসটিতে আক্রান্ত হন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য দিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে রাজ্যটির স্টার্নবার্গ এলাকায় আলাদা করে রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির দ্বারা যাতে অন্যরাও প্রাণঘাতী ওই ভাইরাসটিতে আক্রান্ত না হন তার জন্যই সতর্কতামূলক এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার রাতে জার্মান স্বাস্থ্য দফতরের মুখপাত্র জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি এখনো ভালো আছেন। তার দ্বারা অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেব তাকে একাকি এক স্থানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সঙ্গে যারা ছিলেন তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা দফতরের প্রধান আন্দ্রেস জাফ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা যে সহকর্মীর মাধ্যমে ওই জার্মান নাগরিক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিনি গত ২৩ জানুয়ারি জার্মানিতে যান। তিনি ভ্রমণ পথে বিমানে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন।’

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া ভাইরাস এখন দেশটির ২৯টি প্রদেশ ও ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০১ জন মানুষ মারা গেছেন। আক্রান্ত আরও প্রায় ৫ হাজার। যাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। বিশ্বের সব দেশকে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।