দিল্লিতে চীনফেরত আরও ছয়জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইসের লক্ষণ নিয়ে দিল্লির আরএমএল হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের আলাদা ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভারতে প্রথম করোনাভাইরাসের রোগী চিহ্নিত হয়েছে এবং তাকে হাসপাতালের আলাদা ঘরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভর্তি হওয়া বাকি পাঁচজন নিজে থেকেই জানিয়েছেন যে, তাদের জ্বর, শ্বাস কষ্টের সমস্যা দেখা দিয়েছে। পরে তাদেরকে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারণ, তারা পাঁচজনই সম্প্রতি চীন থেকে ভারতে ফিরেছেন।

পাঁচজনের মধ্যে ২৪ বছরের এক তরুণী ২০১৫ সাল থেকে চীনে বসবাস করেন এবং গত ২৯ জানুয়ারি ভারতে ফিরেছেন। এছাড়া নারী রোগীর পাশাপাশি চারজন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে একজনের বয়স ৪৫, তিনি ২৩ জানুয়ারি চীন থেকে ভারতে ফিরেছেন এবং অন্য আরও একজন ৩৫ বছরের ব্যক্তি গত সাত বছর ধরে চীনে বসবাস করেন। তিনিও গত ২৮ জানুয়ারি ভারতে ফিরেছেন।

এছাড়া ২০১৯ সাল থেকে চীনে থাকা ১৯ বছরের এক তরুণ ২৫ জানুয়ারি দেশে ফিরেছেন। গত দশ বছর ধরে চীনে ৩৪ বছরের এক ব্যক্তি গত ১৬ জানুয়ারি দেশে ফিরেছেন। তারা পাঁচজনই ৩০ জানুয়ারি নিজেরাই হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।

রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালটিতে আগে থেকেই করোনাভাইরাসের এক রোগী ভর্তি রয়েছেন। ৩২ বছরের ওই ব্যক্তি ৪ থেকে ১১ জানুয়ারি চীনে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।