পশুপাখি রক্ষায় কলকাতা চিড়িয়াখানায় চীনাদের ওপর নজর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাসের আতঙ্কে সতর্কতা অবলম্বন করেছে কলকাতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই শীতে চিড়িয়াখানায় দর্শকের সংখ্যা বেশি হয়। এ তালিকায় থাকেন দেশি-বিদেশিরা। এ অবস্থায় চিড়িয়াখানায় পশু-পাখিদের সুরক্ষায় রাখতে বিদেশি নাগরিক বিশেষ করে চীনাদের ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বা চীনা নাগরিক চিড়িয়াখানায় এলে তাদের ওপর খেয়াল রাখা হচ্ছে। তারা যখন প্রবেশ করছেন দেখে নেয়া হচ্ছে তাদের শারীরিক অবস্থা কেমন। তাদের গতিবিধি খেয়ালে রাখছেন সেখানকার কর্মীরা। আপাতত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। তবে স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্যান করানোর ব্যবস্থা রাখার কথাও ভাবছে কর্তৃপক্ষ।

খবরে আরও বলা হয়, চিড়িয়াখানার পশু-পাখিদের বাঁচাতেই এই সতর্কতা নেয়া হয়েছে।

সূত্র : জি নিউজ

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।