করোনাভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ঘোষণা যুক্তরাজ্যের
চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর এবং অত্যাসন্ন হুমকি হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ ঘোষণা দেন।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলছে, এ ঘোষণার ফলে এখন করোনাভাইরাসের বিস্তার রোধে দেশটির সরকারের নেয়া প্রচেষ্টা জোরদারে অতিরিক্ত ক্ষমতা পাবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী নতুন করোনাভাইরাস এবং এর সংক্রমণকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর এবং অত্যাসন্ন হুমকি হিসেবে ঘোষণা দিয়েছেন। এটিকে ভাইরাসটির নতুন সংক্রমণ এবং বিস্তার রোধের প্রচেষ্টা আরও কার্যকরের পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহান শহরেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমপক্ষে পাঁচ লাখ বলে দাবি করেছে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন। এ প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, নতুন এ করোনাভাইরাসের প্রাণকেন্দ্র উহানের অনেক বাসিন্দা সংক্রমিত হলেও তারা জানেন না। ফলে আগামী দিনগুলোতে উহানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যেতে পারে।
চীনের এই মেগাসিটিতে গত বছরের শেষ দিকে ২০১৯-এনকভ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সংক্রমণ ব্যাপক আকার ধারণ করায় গত ২৩ জানুয়ারি অবরুদ্ধ ঘোষণা করে উহানের এক কোটি ১০ লাখ মানুষের চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।
প্রত্যেক দিন যে গতিতে এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে; মহামারি-সংক্রান্ত বিদ্যার গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে সেই সংখ্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশাল আকার ধারণ করতে পারে বলে আভাস দিয়েছে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন।
করোনা বৃত্তান্ত
- গত ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৯০৮ জনের। আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৭১ জন।
- জাপানের ডায়ামন্ড প্রিন্সেস প্রমোদতরীতে করোনায় আক্রান্ত আরও ৬০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই প্রমোদতরীতে মোট ১৬০ জনকে করোনা আক্রান্ত পাওয়া গেল।
- নতুন চান্দ্রবর্ষের ছুটি শেষে সোমবার কয়েক কোটি চীনা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
- মহামারি ঠেকানোর লড়াইয়ে চীনকে সহায়তা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠিয়েছে।
- চীন সফর না করলেও মানুষ থেকে মানুষে এ ভাইরাসের বিস্তার দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
- প্রাদুর্ভাব শুরুর আগে করোনাভাইরাসের উপস্থিতির তথ্য প্রকাশ করে চীনা কর্তৃপক্ষের রোষানলে পড়েন উহানের হাসপাতালের চিকিৎসক লি ওয়েনলিয়াং। পরে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্কে জনসমাবেত অনুষ্ঠিত হয়েছে।
- জানুয়ারিতে চীনের খাবারের দাম বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ।
- করোনা মহামারির তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার পর গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ উহানের নাগরিক সাংবাদিক চেন কুইশি।
এসআইএস/এমকেএইচ