ব্যাংকক থেকে কলকাতায় করোনা আক্রান্ত দুই রোগী
থাইল্যান্ডের ব্যাংকক থেকে কলকাতার দমদম বিমানবন্দরে আগত দুই যাত্রীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশন করে রাখা হয়েছে। তাদের দুজনকেই কলকাতার বেলেঘাটায় আইডি হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার হিমাদ্রি বর্মণ নামে এক যাত্রী এবং বুধবার নগেন্দ্র সিংহ নামে আরেক যাত্রীকে আইসোলেশনে রাখা হয় বলে বৃহস্পতিবার নয়াদিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, ব্যাংকক থেকে এই দুই যাত্রী কলকাতার দমদম বিমানবন্দরে নামেন। এ ঘটনায় বিমানবন্দরজুড়ে হুলস্থূল বেঁধে যায়।
এর আগে অনিতা ওরাওঁ নামে এক যাত্রীর থার্মাল স্ক্যানিংয়ের সময় জ্বরের লক্ষণ দেখা যায় বলে জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য।
ইতোমধ্যে কলকাতা ও চীনের মধ্যে সরাসরি চলাচলকারী দুটি বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করেছে। ইন্ডিগো এয়ারলাইন্স ৬ ফেব্রুয়ারি থেকে কলকাতা ও গুয়াংজুয়ের মধ্যে ফ্লাইট স্থগিত রেখেছে।
ইন্ডিগোর পর চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ১০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা এবং কুনমিংয়ের মধ্যে বিমান স্থগিত করেছে।
এদিকে হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক এবং চীনের কুনমিং ও গুয়াংজু থেকে কলকাতায় আসা যাত্রীদের গত ১ জানুয়ারি থেকে স্ক্রিনিং করা হচ্ছে।
বিএ