চীনে আরও এক চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা
চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসকের নাম মেই ঝংমিং। উহানের সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি।
মঙ্গলবার ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত ৭ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অপর চিকিৎসক লিওয়েনলিয়াংয়ের সহকর্মী ছিলেন মেই ঝংমিং।
করোনাভাইরাসের বিষয়ে প্রথমবার সতর্ক করেছিলেন চিকিৎসক লিওয়েনলিয়াং। এ বিষয়ে সতর্ক করার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, গত সোমবারও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের লড়াইয়ে টানা ৩৩দিন ডিউটি পালন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
গত ২৬ জানুয়ারি থেকে কোনও ধরনের ছুটি নেয়া ছাড়াই টানা চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এই চিকিৎসক। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি প্রদেশের লিংফেং শহরের একটি ক্লিনিকের উপ-পরিচালক ছিলেন চিকিৎসক ঝং জিনজিং।
নতুন করোনাভাইরাসের নিয়ন্ত্রণ ও প্রতিরোধের দায়িত্বে থাকা লিংফেং টাউন ক্লিনিকের মেডিক্যাল কর্মীদের সমন্বয়ে গঠিত টিমের উপপ্রধানও ছিলেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত বেশ কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। চীনের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় কোনো ধরনের ছুটি ছাড়াই দীর্ঘ সময় ধরে কাজ করছেন হাজার হাজার চিকিৎসক।
রোগীদের সেবা দিতে গিয়েও অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফলে নিজেদের জীবন বাজি রেখে এসব চিকিৎসককে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে হচ্ছে। ফলে সাধারণ লোকজনের পাশাপাশি বহু চিকিৎসকও এই প্রাণঘাতী ভাইরাসে মারা যাচ্ছেন।
চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৩ জনের। অপরদিকে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
টিটিএন/জেআইএম